লারার জন্মদিন পালন (১৬.০৪.২৪ ইং )
মৃত্যু মানুষকে যে নিঃশেষ করে দিতে পারেনা পাইলট ফারিয়া লারা তার উৎকৃষ্ট উদাহরণ। বিমান দুর্ঘটনায় ১৯৯৭ সালে পাইলট লারার মৃত্যু হলেও তাঁর স্মৃতিকে চির—অম্লাণ করার জন্য মানবহিতৈষী সংগঠন ফারিয়া লারা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। লারার শারীরিক মৃত্যু হলেও ফারিয়া লারা ফাউন্ডেশন—পরিবার প্রতি বছর নিয়ম করেই আনুষ্ঠানিকভাবে পালন করে তাঁর জন্মদিন। তারই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২৪ প্রধান কার্যালয়সহ প্রকল্পসমূহের আঞ্চলিক কার্যালয়ে পালিত হলো লারার ৫৪তম জন্মদিন। ফাউন্ডেশনের কর্মকর্তা—কমীর্বৃন্দসহ উপকারভোগী সদস্য সমন্বয়ে মোমবাতি প্রজ্জ্বলন, কেক কাটার পর্ব সমাপন শেষে লারার আলোকিত বর্ণময় জীবন ও কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়। দোয়া—প্রার্থনার মাধ্যমে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। ফারিয়া লারা ফাউন্ডেশন—পরিবার লারার স্বপ্নকে আরো সুদূরপ্রসারী করতে দৃঢ় প্রতিজ্ঞ।






