স্থান : বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব লিমিটেড

তারিখ : ০৬ জুলাই ২০২৪

আয়োজনে : ফারিয়া লারা ফাউন্ডেশন

আফজাল সাজেদা ফাউন্ডেশন কমিউনিটি ভলেন্টিয়ার স্পন্সর

স্থান : বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব লিমিটেড

বর্তমান সময়ে দেশের একটি বড় অংশের মানুষ প্রবীন জনগোষ্ঠীর আওতাধীন। উক্ত জনগোষ্ঠীর একটা বড় অংশ ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, স্থুলতা, আথ্রাইটিস, ক্যান্সারসহ বহুবিধ রোগে আক্রান্ত। বর্তমান সময়ে মানসিক বিকারগ্রস্ততা ও ডিমেনশিয়ার প্রাদূর্ভাব মারাত্মকভাবে পরিলক্ষিত হচ্ছে। যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কিন্তু পরিবার ও সমাজের মানুষ একটু সচেতন হলেই এই সকল রোগ থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া না গেলেও প্রতিরোধ বলয় গড়ে তোলা সম্ভব। অনেক সিনিয়র সিটিজেন পরিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতায় বিষণœতার সাথে লড়াই করতে করতে হতাশাগ্রস্থ হয়ে ডিমেনশিয়া এবং অন্যান্য রোগগ্রস্থ হয়ে পড়েন।

প্রবীন নাগরিকদের স্বাস্থ্যকর জীবন প্রাপ্তিতে পারিবারিক ও সামজিক বলয়ের মধ্যে থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করে তাদের সুস্থ জীবন নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করার লক্ষে ফারিয়া লারা ফাউন্ডেশন, আফজাল সাজেদা ফাউন্ডেশন এবং কমিউনিটি ভলেন্টিয়ার স্পন্সর-এর যৌথ ব্যবস্থাপনায় ৬ জুলাই ২০২৪ বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব লিমিটেডের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ মিনিট অবধি মান্যবর অতিথি, ডাক্তার, মনোবিজ্ঞানী ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত উচ্চপদস্থ সিনিয়র সিটিজেন সমন্বয়ে অনুষ্ঠিত হয় ডিমেনশিয়া সংক্রান্ত বিশেষ কর্মশালা।

সকাল ১০টা থেকে আগত অতিথিবর্গকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। সকাল ১১টায় ফারিয়া লারা ফাউন্ডেশনের প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। জনাব খান অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন সম্পর্কিত কৌশলগত বিষয়াদিতে আলোকপাত করেন।

১১.১০ মিনিটে আয়োজনটি প্রকল্প আকারে পরিচালনা করা যায় কিনা সে বিষয়াদিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফাউন্ডেশনের পরামর্শক ডা. রোখসানা রেজা। তিনি উক্ত আয়োজনটি কোন আঙ্গিকে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বও পালন করেন তিনি।

এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি ও স্পিকার হিসাবে মূল্যবান বক্তব্য ও প্রেজেনটেশন উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের প্রফেসর ডাঃ শরিফ উদ্দিন খান। বয়স্ক মানুষের মনোজাগতিক বিকাশ, মানসিক পরিস্থিতি, ডিমেনশিয়া রোগ, ডিমেনশিয়া রোগের কারণ, প্রতিরোধ এবং রোগ নিয়ন্ত্রণে করণীয় বিষয়াদি সম্পর্কিত চমৎকার সেশন পরিচালনা করেন। আগত অতিথিবৃন্দ ডা. খানের প্রেজেনটেশন মোহাবিষ্ট হয়ে উপভোগ করেন।

তৎপরবর্তী সময়ে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসাবে মূলবান বক্তব্য ও প্রেজেনটেশন উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরী। তিনি অত্যন্ত যতœসহকারে সিনিয়র সিটিজেনদের ডিমেনশিয়া রোগ, চিকিৎসা, প্রতিকার, রোগ প্রতিরোধ ও নৈমিত্তিক স্বাস্থ্য পরিচর্যা এবং জীবনাচরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।

দুপুর ১.৩০ মিনিটে -চক্রের বিরতির ও তৎপরবর্তী সময়েও নানা প্রশ্ন-উত্তর পর্ব চলামন থাকে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন অবসরপ্রাপ্ত ব্যাংকের এমডি, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, ডাক্তার, বাংলাদেশর গুরুত্বপূর্ণ দপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও বিশিষ্ট সমাজসেবীবৃন্দ। সকলেই অত্যন্ত চমৎকার সময় উপযোগী মতামত প্রকাশ করেন। যা পুরো অনুষ্ঠান আয়োজনকে হৃদয়গ্রাহী করে তোলে।