হ্যাপি, হেলদি এন্ড প্রোডাক্টিভ গোল্ডেন এইজ মাই ক্যাফে : গ্রুপ ডিসকাসসান প্রোগ্রাম
স্থান : বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব লিমিটেড
তারিখ : ২৬ অক্টোবর ২০২৪
আয়োজনে : ফারিয়া লারা ফাউন্ডেশন
আফজাল সাজেদা ফাউন্ডেশন ও কমিউনিটি ভলেন্টিয়ার স্পন্সর
ফারিয়া লারা ফাউন্ডেশন বরাবরই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে প্রচেষ্টা করে সমাজ পরিবর্তনের। এক্ষেত্রেও ফাউন্ডেশন বিশেষ ভূমিকা রাখতে চায়। প্রবীন নাগরিকদের স্বাস্থ্যকর জীবন প্রাপ্তিতে পারিবারিক ও সামজিক বলয়ের মধ্যে থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করে তাদের সুস্থ জীবন নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করতে চায়। সেই লক্ষ্যে ২৬ অক্টোবর ২০২৪ বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব লিমিটেডের সম্মেলন কক্ষে সমমনা সংগঠন আফজাল সাজেদা ফাউন্ডেশন ও বারিধারা কমিউনিটি ভলেন্টিয়ার স্পন্সর সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে মান্যবর অতিথি, ডাক্তার, মনোবিজ্ঞানী ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত উচ্চপদস্থ সিনিয়র সিটিজেন সমন্বয়ে অনুষ্ঠিত হয় ‘হ্যাপি, হেলদি এন্ড প্রোডাক্টিভ সিনিয়র সিটিজেন’ শিরোনামে বিশেষ কর্মশালা।
সকাল ১০টা থেকে আগত অতিথিবর্গকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। সকাল ১১টায় ফারিয়া লারা ফাউন্ডেশনের প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। জনাব খান অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন সম্পর্কিত কৌশলগত বিষয়াদিতে আলোকপাত করেন।
১১.১০ মিনিটে আয়োজনটি প্রকল্প আকারে পরিচালনা করা যায় কিনা সে বিষয়াদিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফাউন্ডেশনের পরামর্শক ডা. রোখসানা রেজা। তিনি উক্ত আয়োজনটি কোন আঙ্গিকে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বও পালন করেন তিনি।
এরপর বয়স্ক মানুষের মনোজাগতিক বিকাশ, মানসিক পরিস্থিতি, মানসিক রোগ, মানসিক রোগের কারণ, প্রতিরোধ এবং রোগ নিয়ন্ত্রণে করণীয় বিষয়াদি সম্পর্কিত চমৎকার সেশন পরিচালনা করেন বিশিষ্ট মনোবিজ্ঞানী মি. সাখাওয়াত শরীফ লিটন। তিনি বয়স্ক মানুষের মনোজাগতিক বিকাশ, মানসিক পরিস্থিতি, ডিমেনশিয়া রোগ, ডিমেনশিয়া রোগের কারণ, প্রতিরোধ এবং রোগ নিয়ন্ত্রণে করণীয় বিষয়াদি সম্পর্কিত আলোচনা করেন। আগত অতিথিবৃন্দ ডা. খানের প্রেজেনটেশন মোহাবিষ্ট হয়ে উপভোগ করেন।
তৎপরবর্তী সময়ে প্রধান নিজেদের মধ্যে গল্প বলা এবং চমৎকার নাচের সেশন পরিচালিত হয়। সকলে অত্যন্ত আনন্দের সাথে সামগ্রিক কার্যক্রম উপভোগ করেন। সকলেই এই মাই ক্যাফে সেশনটি যাতে ধারাবাহিকভাবে চলমান থাকে সে বিষয়ে মতামত প্রকাশ করেন।
দুপুর ১.৩০ মিনিটে -চক্রের বিরতির ও তৎপরবর্তী সময়েও নানা প্রশ্ন-উত্তর পর্ব চলামন থাকে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন অবসরপ্রাপ্ত ব্যাংকের এমডি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, ডাক্তার, বাংলাদেশর গুরুত্বপূর্ণ দপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও বিশিষ্ট সমাজসেবীবৃন্দ। সকলেই অত্যন্ত চমৎকার সময় উপযোগী মতামত প্রকাশ করেন। যা পুরো অনুষ্ঠান আয়োজনকে হৃদয়গ্রাহী করে তোলে।













